adverb in bangla |
কোন বাক্যকে How(কেমন,কিভাবে),when(কখন),where(কোথায়) দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তবে যে শব্দকে প্রশ্ন করা হলো সেটাই হলো adverb.
যেমন- I want to go home (আমি বাড়ি যেতে চাই) – কোথায় যেতে চাই? = বাড়ি।
তাহলে এই বাড়ি (home) হলো adverb.
Adverb প্রধানত ৩ প্রকার।
a) adverbs of time (when?)
b) adverbs of place( where?)
c) adverbs of manner (how?)
a) adverbs of time দ্বারা সময়কে বোঝানো হয়েছে।
B)adverb of place দ্বারা কোনো কাজ হওয়ার জায়গা বোঝায়। যেমন- Masud lives here.(মাসুদ এখানে বাস করে) – কোথায়(where) বাস করে?
= এখানে(here).
here এখানে adverb of place.
C) adverb of manner দ্বারা কোনো কাজ হওয়ার ধরন বা কায়দা বোঝায়। যেমন- She reads loudly(সে জোরে শব্দ করে পড়ে)- কিভাবে পড়ে/কেমনভাবে পড়ে(how).
= loudly(জোরে শব্দ করে).
Loudly এখানে adverb of manner.
ভিন্ন কিছু নিয়মঃ
*Adjective এর সাথে ly যুক্ত থাকলে adverb হয়। যেমন- bad হলো adjective আর badly হলো adverb.
An accident has happened__.
a) dead b) deadly*
N.B. না বোধক শব্দ প্রকাশ করতে too….to ব্যাবহৃত হয়। too…to এর মাঝে adjective/adverb বসে।
He is – weak to walk.(সে এতই দূর্বল যে হাটতে পারে না)
a) very b) quiet
c)to d) too*
Don’t worry. English language is not — difficult to understand. (চিন্তিত হয়ো না। ইংরেজি ভাষা বোঝা এতই কঠিন না।)
a) so difficult b) too difficult *
c) very difficult d)difficult enough
N.B. Adverb হিসেবে enough ব্যবহার হলে তা হা বোধক অর্থ প্রকাশ করে। Enough+ noun বসে অথবা adjective + enough বসে।
A seventeen years old is not – to vote in an election.
a) Old enough * b) enough old
When your body does not get-, it Does not make the glucose it needs.
a) Enough food * b) food enough
N.B. Hardly হলো না বোধক শব্দ। এর অর্থ almost not, seldom, rarely, scarcely. (প্রায়ই না)
hardly principle verb এর আগে এবং be verb এর পরে বসে।
He is hardly happy. The word ‘hardly’ means-
a)always b) almost never*
c) seriously d) regularly
N.B. কখনো অর্থে প্রশ্ন জিজ্ঞেস করতে হা বোধক অর্থে ever আর না বোধক অর্থে never হয়।
এখানে কখনো বৃষ্টি হয় না?
a) It does not rain here.
b) It never rains here.*
c) It rains never here
d) Never does it rains here.
N.B: a নাম্বারে never নাই। কখনো অর্থে never/ever প্রয়োজন।
c and d sentence সাজানো ভুল।
to see more rules at adverb in Bangla please click here.
to view more rules at adverb in Bangla on another page entered the link.