Parts of speech in bangla -2| সবচেয়ে সহজ নিয়ম ১০০% কার্যকরী

english grammar parts of speech in bangla

see bangla parts of speech and some examples in the Bangla language

3. The day of my sister’s marriage is drawing near. the underlined word is a/an-

a)adjective b)verb

c)preposition d)adverb*

Note: draw মানে কোন কিছু আকা। is একটি helping verb. helping verb এর পরে main verb এবং তারপরে ‍adverb বসেছে।simply near is an adverb.

4. Which part of speech is ‘homely’?

a)noun b) adjective*

c)verb d)adverb

Note:Home= বাড়ি। বাড়ি হল noun. noun এর সাথে ly যুক্ত হলে তা adjective হয়।

5. I had a talk with him. here ‘talk’ is a –

a)noun* b) adjective

c)verb d)adverb

Note: A হল article  বা determiner. determiner এর পর একটি শব্দ থাকলে তা noun হয়।একটি শব্দ বলছি কারন তারপরে with হল preposition যা আমরা জানি। 

6. He is taller ‘than’ I. Here than is ‍a—

a)Adjective b)Noun

c)preposition d)conjunction*

Note: সে লম্বা -আমার চাইতে । than এখানে বাক্যের মাঝখানে বসে বাক্য ২ টি কে সংযুক্ত করেছে তা ইthan হল Conjunction.

7.People শব্দটির Adjective কী ?

a)popularity b)popularly

c)popularise d)populous*

Note:people (জনগন) শব্দটি Noun. যার adjective form populous (জনবহুল)।

8.Come on, it’s time to go ‘home’. Here home is-

a)noun b)adjective

c)adverb* d)pronoun

Note:এখানে go হল intransitive verb.কারন যে verb এর পর it বসালে অর্থ ঠিক থাকে সেটা transitive verb হয়।আর অর্থ ঠিক না থাকলে সেটা intransitive verb হয়।it is time to go it বসালে অর্থ হয় -এটাতে যাবার এটাই উপযুক্ত সময়।এখানে it বসালে অর্থ যথার্থ নয়। কিন্তু it এর জায়গায় there বসিয়ে দেখুন অর্থ ঠিক থাকবে ।অর্থ -সেখানে যাবার এটাই উপযুক্ত সময়। there বসিয়ে ঠিক অর্থ আসছে তাই এটা intransitive verb হবে ।

9.I ‘water’ the Garden. Here water is –

a)noun b)verb*

c)pronoun d)adverb

Note:অর্থ করলে হয়- আমি বাগানে পানি দেই। water মানে পানি দেয়া ।তাই এটি verb.সাধারণ একটিবাক্যের গঠন হলো Subject+verb+Object. water এর ভিন্ন ব্যবহার নিচে দেখুন।

10. Give me a glass of ‘water’. Here water is__

a)noun* b)verb

c)pronoun d)adverb

Note:অর্থ করলে হয় -আমাকে একগ্লাস পানি দাও। water মানে সরাসরি পানি (noun) কে বোঝাচ্ছে ।আবার preposition এর পর একটি word থাকলে সরাসরি তা noun বা pronoun হয়

11. The meeting came to a close. Here the word ‘close’ is-

a)a noun* b)a verb

c)an adverb  d)an adjective 

Note: a একটি article বা determiner. Determiner এর পর  একটি শব্দ থাকলে তা noun হয়।

12. Yet there is time to mend things. Here ‘yet’ is-

a)a noun b)a verb

c)an adverb*  d)an adjective 

Note: yet শব্দটির অর্থ এখনো।যা সময় নির্দেশ করছে।সময় বোঝালে  adverb হয়।

13. His treatment was friendly. Here ‘friendly’ is-

a)a noun b)a verb

c)an adverb  d)an adjective *

Note: friend মানে বন্ধু। noun এর সাথে ly যুক্ত করলে adjective হয়।আবার be verb এর পর adjective বসে।

14. An apple a day keeps the doctor’s way. Here ‘way’ is–

a)a noun b)a verb

c)an adverb*  d)an adjective 

Note: away অর্থ দুরে। দুর বলতে অনেক সময়ের ব্যাবধান বা দুরে কোন জায়গা বোঝায় তাই এটি adverb.আবার preposition লাইনের শেষে বসলে সেটা adverb হয়ে যায়।

15. The Program was telecast live. Here ‘live’ is–

a)a noun b)a verb

c)an adverb*  d)an adjective 

Note: telecast মানে সম্প্রচার করা।telecast এখানে verb.আর verb কে modify করে adverb(live).

16. Honesty is the best policy. Here ‘policy ‘ is–

a)a noun* b)a verb

c)an adverb  d)an adjective 

Note: Determiner(the) এর পর ২ টি শব্দ থাকলে প্রথমটি Adjective আর ২য় টি noun হয়।

17. Neither of the two flowers has fragrance. Here ‘neither’ is —

a) noun b)verb

c)adverb  d)pronoun*

Note: each, every, either, neither বাক্যে distributive pronoun হিসেবে ব্যবহার হয়।

18. The girl in blue is cooking.  Here ‘blue’ is–

a)a noun* b)a verb

c)an adverb  d)an adjective 

Note: preposition এর পর সাধারণত noun বসে। 

19. Nazrul,– is our national poet, was also a soldier.

a)Whom  b)who*

c)He d)what

Note: ব্যক্তির ক্ষেত্রে who বসে।

20. What time did he get home last night? Here ‘home’ is–

 a)a noun  b)a verb

c)an adverb*  d)an adjective 

Note:home বলতে এখানে স্থানের নাম বোঝাচ্ছে। এখানে home হচ্ছে Adverbial of place. সময় বা স্থান বোঝালে সেটি Adverb হয়।

  • to view more bangla parts of speech on another page. Click here.
  • To view more
  • to view more bangla parts of speech on another page. Click here.
  • on the English website. Click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *