Clause শেখার নিয়ম

Clause

Clause in Bangla- Clause প্রধানত ৩ প্রকার

1. Principal clause

2. Sub-ordinate clause

3. Co-ordinate clause

উপরোক্ত clause গুলো ব্যতিত মূল তিনটি clause নিয়ে নিম্নে আলোচনা করা হলো। Sub-ordinate clause কে তিনভাগে ভাগ করা হয়েছে।
1. Noun clause
2. Adjective / relative clause
3. Adverbial clause

1. Noun clause (Clause in Bangla)

*Position:

(i) Verb এর subject হিসেবে Noun clause বসে।
(ii) Transitive verb এর object হিসেবে Noun clause বসে।
(iii) Preposition এর object হিসেবে Noun clause বসে।
(iv) Complement হিসেবে Noun clause বসে।

That he is dishonest is known to all.

a)Noun clause * b)Adjective clause
c)Adverbial clause d)co-ordinate clause

N.B: That যুক্ত clause এর পরে verb (is) আছে। অতএব, verb এর subject হিসেবে এটি Noun clause.

এছাড়াও অনেক নিয়ম আছে তবে এত নিয়ম বাদ দিয়ে আসুন এবার মাত্র একটি নিয়ম দ্বারা সকল Noun clause চিনি।

*যে verb এর পরে  it বসালে অর্থ ঠিক থাকে তাকে Noun clause বলে।

I know that he has passed.

a)Noun clause * b)Adjective clause
c)Adverbial clause d)co-ordinate clause

N.B. I know it = আমি এটি জানি। Verb (Know) এর পরে it বসিয়ে পরের অংশটুকু বাদ দিলেও অর্থ ঠিক আছে।

He asked me why I was late.

a)Noun clause * b)Adjective clause
c)Adverbial clause d)co-ordinate clause

N.B. He asked me it= সে আমাকে এটি জিজ্ঞেস করেছিল। it বসালেও অর্থ ঠিক আছে।

The question is how he will respond.

a)Noun clause * b)Adjective clause
c)Adverbial clause d)co-ordinate clause

N.B. The question is it= প্রশ্নটি হলো এটি।

2.Adjective clause(Clause in Bangla)

I know the boy who went there.

a)Noun clause b)Adjective clause*
c)Adverbial clause d)preposition clause

N.B. এখানে clause যুক্ত অংশের পূর্বে antecedent (the boy) আছে।

This is the place where I was born.

a)Noun clause b)Adjective clause*
c)Adverbial clause d)preposition clause

N.B. এখানে clause যুক্ত অংশের পূর্বে The place হলো antecedent.

3. Adverbial clause (Clause in Bangla)

We read that we may learn.

a) Noun clause b) Adjective clause
c) Adverbial Clause* d)Preposition clause

N.B. এখানে read হলো verb. verb কে why (কেন) দ্বারা প্রশ্ন করা যাচ্ছে। যেমন – we read that we may learn = আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি। প্রশ্ন: [কেন পড়ি?]
*আবার Clause যুক্ত অংশের পরিবর্তে here, there বসানো যাচ্ছে। যেমন- we read here/there= আমরা এখানে পড়ি।*Clause যুক্ত অংশে it বসিয়ে অর্থ মিলছে বটে কিন্তু clause অংশটি কারন বোঝাচ্ছে।
We read it=আমরা এটি পড়ি, that we may learn = যাতে আমরা শিখতে পারি।
[কারন হলো আমরা শেখার জন্য পড়ি]

(ii) I shall go where he lives.

a) Noun clause b) Adjective clause
c) Adverbial Clause* d) Preposition clause

N.B: এখানে go হলো verb. Verb (go) কে where (কোথায়) দ্বারা প্রশ্ন করা যাচ্ছে।
[প্রশ্ন-আমির কোথায় যাবো? ]
* আবার clause যুক্ত অংশের পরিবর্তে Here/ There বসানো যাচ্ছে। I shall go here/there.
(আমি সেখানে যাবো)
*কিন্তু verb এর পরে it বসালে অর্থ মিলছে না।
ভুল- I shall go it= আমি যাবো এটা।

to see another (clause in Bangla) rules on this website, visit here Click here

to see another (clause in Bangla) rules, visit here. Click here

to see another (clause in Bangla) rules, visit here. Click her

to see another (clause in Bangla) rules of our Facebook page, visit here .

to see another (clause in Bangla) rules of our Facebook group. click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *