Conditional Sentences in bangla | সহজ নিয়ম| সরকারি চাকরির জন্য ১০০% কার্যকরী

Conditional sentences
Categories:

conditional sentences in bangla সহজ ভাষায় সকল সমস্যার সমাধান মাত্র ১ পৃষ্ঠায়।

** Conditional sentence 4 প্রকার।

1. Zero Conditional- If যুক্ত বাক্যের একপাশে simple present tense হলে অপর পাশেও ‍simple present tense হবে।

Example: If you heat water to 100 degrees Celsius, it boils.

2. First Conditional- If যুক্ত বাক্যের একপাশে present indefinite tense হলে অপর পাশে Future indefinite tense হবে।

Example: If it rains, they will not play.

3. Second Conditional-If যুক্ত বাক্যের একপাশে past indefinite tense হলে অপর পাশে would/could/might+v1 হবে।

Example: If I won the lottery, I would build a house with the money.

4. Third Conditional-If যুক্ত বাক্যের একপাশে past perfect tense হলে অপর পাশে would/could/might+have+v3 হবে।

Example: If I had seen him, I would have given him the SMS.

উপরের ৪ টি নিয়ম বুঝতে পারলে আর নিচের কয়েকটি উদাহরণ ভালোভাবে দেখলে conditional sentence নিয়ে ১০০% আপনার আর কোন সমস্যা থাকবে না।

  • Some examples of conditional sentences in bangla

1. __if you heat it to 100 degrees centigrade.

a) water boiled  b) Water would be boiled

c)Water boils*  d) Water would boil

Note:আপনি যদি এটি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করেন তবে জল ফুটে যায়।এরকম চিরন্তন সত্য,বৈজ্ঞানিক সত্য এবং অভ্যাসগত সত্য হলে সেসকল বাক্যের if  এর ২ পাশেই present indefinite tense হয়।

2. If he wants to play the violin, I — the piano for him. (সে যদি বেহালা বাজাতে চায়, আমি তার জন্য পিয়ানো বাজাব)

a) play  b) am playing

c) shall play*  d)have played

Note:  চিরন্তন সত্য,বৈজ্ঞানিক সত্য এবং অভ্যাসগত সত্য ছাড়া সকল if যুক্ত বাক্যের একপাশে present indefinite হলে অপর পাশে future indefinite হয়।

3. If we had a boat, we– the river.(আমাদের নৌকা থাকলে আমরা নদী পার হতাম।)

a) would cross*  b) will cross

c)will be crossing  d) would have crossed

Note:  if যুক্ত বাক্যের একপাশে past indefinite হলে অপর পাশে would/could/might+v1  হয়। উপরের বাক্যে had দেখে past perfect ভাববেন না। past perfect tense এ had এরপর v3 থাকে।এখানে v3 নায়।

4. If I had known you were coming__

a) I would go to

b) I had gone to the station

c)I would have gone to the station*

d) I would be going to the station

Note: if যুক্ত বাক্যের একপাশে past perfect হলে অপর পাশে would have/could have/might have+v3 হয়। had এরপরে v3 (known) আছে আবার answer C number এ would  have+ v3(gone) আছে।

5. This could have worked if I __ been more cautious.

a) had*  b) have

c) might  d) would

Note: if যুক্ত বাক্যের একপাশে past perfect হলে অপর পাশে would have/could have/might have+v3  হয়। বাম পাশে could have+v3 আছে তাই ডান পাশে past perfect হবে।

7. ___, he would have succeeded.

a) If he were sincere  b) If he had study

c) If he studied regularly d) Had he studied regularly.*

Note: if যুক্ত বাক্যের একপাশে past perfect হলে অপর পাশে would have/could have/might have+v3  হয়। এখানে d number এ if না বসে had বসেছে কিন্তু এখানে if এর অর্থ had প্রকাশ করছে।এভাবে ভাবুন if he had studied regularly + he would have+v3

8. If I had another pen, I __ you.

a) would have helped  b) could help*

c) might not have been  d) might not

Note: if যুক্ত বাক্যের একপাশে past indefinite হলে অপর পাশে would/could/might+v1  হয়। উপরের বাক্যে had দেখে past perfect ভাববেন না। past perfect tense এ had এরপর v3 থাকে।এখানে had এরপর another pen আছে, v3 নায়।

9. If I were you, I __ the situation more carefully.

a) would handle*  b) will handle

c) handled) would have handed

Note: if যুক্ত বাক্যের একপাশে past indefinite হলে অপর পাশে would/could/might+v1  হয়। উপরের বাক্যে were হলো v2 বা past indefinite.

10. Choose the correct sentence.

a) If he works hard, he succeeds.

b) If he works hard, he will succeed*

c) If he would work hard, he succeeded

d)If he works hard, he succeeded

Note: চিরন্তন সত্য,বৈজ্ঞানিক সত্য এবং অভ্যাসগত সত্য ছাড়া সকল if যুক্ত বাক্যের একপাশে present indefinite হলে অপর পাশে future indefinite হয়।

11. If your sister __, she would come.

a) invited * b) inviting

c) invites  d) were invited

Note:if যুক্ত বাক্যের একপাশে past indefinite হলে অপর পাশে would/could/might+v1  হয়। ডানপাশে would+come(v1) আছে তাহলে বামপাশে অবশ্যই past indefinite(v2) হবে।

12.  If the price is low, demand__.

a) is increased  b) will be increased

c) would be increased  d) will increase*

Note: চিরন্তন সত্য,বৈজ্ঞানিক সত্য এবং অভ্যাসগত সত্য ছাড়া সকল if যুক্ত বাক্যের একপাশে present indefinite হলে অপর পাশে future indefinite হয়।

13. If I had a typewriter,__

a) I will type myself

b) I would have typed myself

c) I would type myself *

d) I might have typed myself

Note: if যুক্ত বাক্যের একপাশে past indefinite হলে অপর পাশে would/could/might+v1  হয়। উপরের বাক্যে had দেখে past perfect ভাববেন না। past perfect tense এ had এরপর v3 থাকে।এখানে had এরপর a typewritter আছে, v3 নায়।তাই would+v1 (type) হবে। 

  • To learn more visit another page. Click here
  • for more rules on conditional sentences in Bangla. Click here

3 thoughts on “Conditional Sentences in bangla | সহজ নিয়ম| সরকারি চাকরির জন্য ১০০% কার্যকরী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *