( Conjunction in Bangla .) সাধারণত And,but,or বাক্যে ব্যবহৃত হয়ে ২ টি বাক্যকে যুক্ত করলে তাকে conjunction বলে।
যেমন- Rafi is poor. He is cunning .
এই দুইটি বাক্যকে একটি করলে হবে Rafi is poor but cunning.
* And= এবং; ( and দ্বারা দুটি সমজাতীয় বিষয় যুক্ত হয়)
He is poor – honest.
a) and b) but *
c) or d) as
N.B.অর্থ= সে দরিদ্র কিন্তু সৎ।
* but = কিন্তু ; ( but দ্বারা দুটি বিপরীত বিষয়কে বোঝায়)
He is rich – dishonest.
a) and b) but*
c) or d) since
N.B.অর্থ=তিনি ধনী কিন্তু অসৎ।
And, but, or ছাড়াও আরো কিছু শব্দ conjunction হিসেবে ব্যবহার হয়।নিম্নে তা বর্ণনা করা হলো।
* Since
Since= যেহেতু ; কারণ বর্ণনা করতে since হয়।
They suffered much – a tornado had hit their village.
a) until b) as if
c) since* d) let alone.
N.B.অর্থ=টর্নেডো তাদের গ্রামে আঘাত করার পর থেকে তারা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছিল।
Some days- since my father died.
a) are passed b) passed
c) have passed * d) had passed
N.B. অর্থ= বাবা মারা যাওয়ার কয়েকদিন কেটে গেছে। Since এর একপাশে present indefinite বা present perfect tense হলে অপর পাশে past indefinite হয়।
Conjunction in Bangla –
*As= যেহেতু; কারণ বর্ননা করতে as হয়।
__ the day went on, the weather got worse.
a) just b)as*
c)since d) if
N.B: as এবং since এর পার্থক্য হলো as এর ক্ষেত্রে দুটি ঘটনা একই সাথে চলমান বোঝায়। since এর ক্ষেত্রে তা নয়।
As the sun -, I decided to go out.
a) has shone b) shine
c) shines d) was shining *
N.B: past continuous + as+ past indefinite
*While= যখন; (সময় বোঝায়)
একটি কাজ ঘটার সময় আরেকটি ঘটতে থাকলে while হয়।
I saw a blind man – I was walking along the road.
a) while* b) at the time
c) when d) before
N.B: while এর একপাশে past indefinite থাকলে অপর পাশে past continuous হয়।
Don’t make a noise while your father _
a) is being asleep b) is sleeping *
c) asleep d) has slept.
N.B., while এর একপাশে present indefinite হলে অপর পাশে present continuous হয়।
* Although = যদিও ;( একটিকে বাদ দিয়ে অপরটিকে গুরুত্ব দেয়া বোঝায়)
I did not recognize him – he said we had met before.
a) unless b) despite
c) however d) although *
N.B.অর্থ=আমি তাকে চিনতে পারিনি যদিও তিনি বলেছিলেন যে আমরা আগে দেখা করেছি।
Conjunction in Bangla –
* Otherwise = অন্যথায় ;( কোন কিছু যদি না ঘটতো তবে কেমন হতো- এমন আশঙ্কা প্রকাশ করে)
Suddenly you came here – I couldn’t have solved the problem.
a) and b) but
c) in case d) otherwise *
N.B.অর্থ=হঠাৎ আপনি এখানে এসেছেন না হলে আমি সমস্যার সমাধান করতে পারতাম না।
*Or = অথবা, নতুবা;(একটি কাজ না হলে বিপরীত কিছু ঘটতে পারে এমন আশঙ্কা বোঝায়)
Work hard – you will fail in the examination .
a) and b) but
c) or * d) nor
N.B: কঠোর পরিশ্রম করো নতুবা তুমি পরীক্ষায় অকৃতকার্য হবে। or এর ২ পাশে বিপরীত শব্দ এবং আশঙ্কা প্রকাশ পাচ্ছে।
* Till /Untill= যে পর্যন্ত না।(till এবং untill একই অর্থ কিন্তু untill বেশি গ্রহনযোগ্য তাই অপশনে till/ untill যাই থাকুক না কেন untill বসাতে হবে।untill না থাকলে till হবে।
Do not leave – I come.
a) and b) but
c) till d) until *
N.B.অর্থ=আমি না আসা পর্যন্ত চলে যাবেন না।
* Unless= যদি না;
You will miss the train – you go to railway station in time.
a) because b) till
c) until d) unless*
N.B.অর্থ=সময়মতো রেলস্টেশনে না গেলে আপনি ট্রেন মিস করবেন।
* In case: পূর্ব সতর্কতা বোঝাতে ব্যাবহৃত হয়।
Give me a telephone number to ring – I get lost.
a) in case * b) and
c) unless d) or
N.B.অর্থ=আমি হারিয়ে গেলে রিং করার জন্য আমাকে একটি টেলিফোন নম্বর দিন।* In case: পূর্ব সতর্কতা বোঝাতে ব্যাবহৃত হয়।
* Nevertheless = আশঙ্কা থাকলেও খারাপ কিছু ঘটেনি এরুপ বোঝাতে Nevertheless হয়।
He did not study hard; – he passed the examination.
a) and b) although
c) nevertheless * d)in case
N.B.অর্থ=তিনি কঠোর পড়াশোনা করেননি; তবুও, তিনি পরীক্ষায় উত্তীর্ণ হন।
Conjunction in Bangla –
* Therefore =( তাই, ফলে)
He is diligent, – he will succeed.
a) and b) although
c) therefore * d)in case
N.B.অর্থ=তিনি পরিশ্রমী, তাই তিনি সফল হবেন।
*If= যদি (শর্ত প্রকাশ করতে if ব্যবহৃত হয়।
Water boils – you heat it to 100° centigrade.
a)therefore b) till
c) until d) if *
N.B.আপনি যদি এটি 100° সেন্টিগ্রেডে গরম করেন তবে জল ফুটতে থাকে।
*as soon as = শিঘ্রই।
I opened the door as soon as I – the bell.
a) have heard b) was hearing
c) am heard d) heard*
N.B. as soon as এর ২ পাশে past indefinite tense হয়। as soon as এর একপাশে opened আছে তাই অপর পাশে heard হয়েছে।
* as….as,
So……as (তুলনা বোঝায় এবং ইতিবাচক বা হা বোধক বাক্যে বসে)
She is beautiful but she is -as her mother.
a) most beautiful b) less beautiful
c) not so beautiful as d)as beautiful*
N.B.অর্থ=সে সুন্দরী কিন্তু সে তার মায়ের মতই সুন্দর।
Conjunction in Bangla –
* Such….as (এমন… যে, বোঝায় )
I want such boys – will be able to do this.
a) who b) whom
c) that d) as*
N.B.অর্থ=আমি এমন ছেলে চাই যারা এটা করতে পারবে।
* Either…or= (হয় এটি নাহয় অন্যটি), Neither… Nor( এটিও না অন্যটিও না)।
Either he – she is good.
a) or* b) nor
c) unless d) and
N.B.অর্থ= হয় এ না হয় সে ভালো।
Neither Corporations- government agencies had quick solutions.
a) either b) or
c) but d) nor *
N.B.অর্থ=কর্পোরেশন বা সরকারী সংস্থার দ্রুত সমাধান ছিল না।
* No sooner… Than,
Scarcely… When,
Hardly… Before
(কোন একটি কাজ হতে না হতেই আরেকটি কাজ হওয়া বোঝায়)
No sooner had he left – I came.
a) then b) than *
c) when d) after
N.B: No sooner had + sub + verb er past participle… Than+ sub + V2
* Not only….but also ( ব্যক্তি বস্তুর একাধিক দোষগুনকে বিশেষভাবে তুলে ধরা হয়।
He is not only a liar – a thief.
a) And b) but also *
c) but d) or
N.B.অর্থ= সে শুধু মিথ্যাবাদীই নয়, চোরও বটে।
To see more rules. Click here
To see more rules at Conjunction in Bangla on another website. Click here
Helpful
thanks