Countable noun and Uncountable nouns in bangla | সহজ নিয়ম

countable and uncountable noun
  • count & non-count noun শেখার আগে আপনি চাইলে noun এর শ্রেণীবিভাগ গুলো দেখে আসতে পারেন।

**Some countable and uncountable nouns rules example**


1. The building is built of stone. here ‘stone’ is-

a) Countable noun  b) Uncountable noun*
c) proper noun  d) adjective

Note: stone= পাথর। যা গণনা করা সম্ভব না তাই এটি uncountable noun.


2. I prefer chicken to beef. here ‘beef’ is-

a) Countable noun  b) Uncountable noun*
c) proper noun  d) adjective

Note: beef=মাংস। গরুর শরীরে কতটুকু মাংস আছে তা নির্দিষ্ট ভাবে গণনা করা যায় না।


3. What kind of noun ‘money’ is-

a) Countable noun  b) Uncountable noun*
c) proper noun  d) adjective

Note: money=টাকা।10,20,100,500 করে আমরা যা গণনা করি তা মূলত টাকা ‍গুনি না। আমরা সংখ্যা গুনি। টাকা গণনা করা যায় না তাই টাকা uncountable noun


4. What kind of noun ‘foe’ is-

a) Countable noun*  b) Uncountable noun
c) proper noun  d) adjective

Note: foe=শত্রু। শত্রু তো মানুষ। আর মানুষ গণনা করা যায়।(আদমশুমারী)। তাই এটি Countable noun


*******DETERMINER********

Determiner গুলো মুখস্থ করুন।
Countable noun এর আগে যেসব determiner বসে-
a,an, the,one,two,three,
a few,few,many,too many,fewer etc.

Uncountable noun এর আগে যেসব determiner বসে-
a little, little, much, too much, less etc

countable and uncountable nouns rules উভয় ক্ষেত্রে যেগুলো বসে-
a lot of, a large of , a plenty of, a large amount of,some(ইতিবাচক ক্ষেত্রে ), any( নেতিবাচক  ক্ষেত্রে).


কিছু শব্দার্থ মুখস্থ করুন তাহলে সকল প্রশ্ন বুজতে পারবেন।
a) a few= অল্প কিছু
b) few= নেয় বললেই চলে
c) the few= যা আছে তার সবটুকুই


d)a little = অল্প কিছু
e) little = নেই বললেই চলে।
f) the little = যা আছে তার সবটুকুই


কিছু উদাহরণ দেখুন-(more countable and uncountable nouns rules)

1. I have got – friends, so i am not lonely.

a) a little b)little
c) few d) a few*


Note: অর্থ – আমি অল্প কয়েকটি বন্ধু পেয়েছি সুতরাং আমি একা নই। প্রশ্নে আছে friends যা countable noun.(Uncountable noun এর সাথেS/es যুক্ত হয় না। little uncountable এর আগে বসে তাই প্রথমেই অপশন a,b বাদ। তাহলে countable noun এর আগে few অথবা a few বসবে। few= নেই বললেই চলে। A few= অল্প আছে। প্রশ্নে বলছে আমি একাকি নই তাহলে উত্তর অবশ্যই A few হবে।


2. We will need only- food for the picnic.

a) a few b) a little*
c) a many d) the little

Note: food= খাদ্য।  যা গণনা করা যায় না।


3. Tamara speak very- Russian, but she knows – words.

a)little, a little b)little, a few*
c) few,a little d) a few, few

Note: তামারা রাশিয়ান ভাষা জানে না বললেই চলে কিন্তু সে কিছু শব্দ জানে। but এর একপাশে ইতিবাচক কিছু থাকলে অপর পাশে নেতিবাচক কিছু থাকে। words এর সাথে s যুক্ত আছে যা countable noun. তাই এর আগে a few বসবে।বিস্তারিত বোঝার জন্য একটু মাথা খাটান।


4. There is – milk in the bottle.

a) very few b) nothing
c)few d)very little*

N.B:  milk=দুধ। এটি গণনা করা যায় না তাই uncountable noun. দেখুন few বসে শুধুমাত্র countable noun এর পূর্বে আর little বসে uncountable noun এর পূর্বে।

5. আমার বন্ধু নেই বললেই চলে-

a) i have a few friends.
b) i have few friends*.
c) i have little friends.
d) i have a little friends.

N.B: friends countable noun.তাই friends এর আগে few বসবে।few= নেই বললেই চলে।


6. __ milk he gave me has been spilt. choose the correct option.

a) few b) a few
c) a little d) the little*

Note:সে আমাকে যে দুধ দিয়েছিলো তার সবটুকু পড়ে গেছে। milk uncountable noun. তাই তার আগে little বসবে। কিন্তু সবটুকু দুধ কে বোঝাচ্ছে তাই the little হবে


7. we should use – time we have in our hands to complete our preparation.

a) the little* b) the little of
c) the few d) few

N.B:  প্রস্তুতি শেষ করতে আমাদের হাতে যে সময় আছে তার সঠিক ব্যবহার করতে হবে।
Time uncountable তাই little হবে। কিন্তু সবটুকু সময়ের এর কথা বলা হয়েছে তাই the little হব


***অনেকগুলি অর্থে countable noun এর আগে many এবং অনেকটা অর্থে uncountable noun এর আগে much বসে। ***


8. there aren’t _ people here.

a) much b) many *
c) a lot d) some

Note: people (countable noun)গণনা করা যায়। তাই many বসবে।


9. How __ money do you have in your pocket?

a) many b) few
c)much* d) a few

N.B: money=টাকা।10,20,100,500 করে আমরা যা গণনা করি তা মূলত টাকা ‍গুনি না। আমরা সংখ্যা গুনি। টাকা গণনা করা যায় না তাই টাকা uncountable noun
তাই money এর পূর্বে much বসে।


10. I don’t have – spare time these days.

a) many b) few
c)much* d) more

Note: time=সময় uncountable তাই much বসবে।


*********Countable & Uncountable noun উভয় ক্ষেত্রে  অল্প কিছু অর্থে ‍some এবং  অনেক অর্থে  ‍a lot of বসে।**********

11. I would like – information, please.

a) an b) some*
c)few d) piece

Note: আমি কিছু তথ্য চাই। অল্প অর্থে some বসবে।


12. There are __ dangerous drivers.

a) a very lot of
b) a lot of*
c) very much of
d) very many of

Note: অনেক বেশি মারাত্মক চালক রয়েছে তাই বেশি অর্থে a lot of বসে।


13. There were __ guests than we expected.

a) less b) lesser
c) fewer* d) few

Note: fewer বসার কারন হলো বাক্যে than আছে যা comparative sentence কে নির্দেশ করে।

To learn more you can follow the website

17 thoughts on “Countable noun and Uncountable nouns in bangla | সহজ নিয়ম”

  1. heritage এটা কি countable নাকি uncountable?
    It has (many নাকি much) heritage sites

    1. heritage হলো countable noun. heritage মানে হলো ঐতিহ্য। বিশ্বে কতটা ঐতিহ্য আছে তা গণনা করা যায়। যেমন-বাংলাদেশে বর্তমানে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য রয়েছে ৩ টি। তাই heritage এর পূ্র্বে many বসবে। It has many heritage sites.

    2. heritage হলো countable noun. heritage মানে হলো ঐতিহ্য। বিশ্বে কতটা ঐতিহ্য আছে তা গণনা করা যায়। যেমন-বাংলাদেশে বর্তমানে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য রয়েছে ৩ টি।

    1. star= তারা। সকল তারা গণনা করা যায় না কিন্তু একটি করে তারা গণনা করা যায়। যেমন আমরা বলতে পারি I saw a star in the sky = আমি আকাশে একটি তারা দেখেছি। যেহুতু একটি করে গণনা করা যাচ্ছে তাই এটি countable noun

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *