Parts of speech in bangla | সরকারি চাকরির জন্য ১০০% কাজে লাগবে।

english grammar parts of speech in bangla

english grammar parts of speech in bangla  এমন  কিছু শর্ট টেকনিক দেয়া হলো যা University Admission সহ যেকোনো চাকরির পরিক্ষায় আপনি সবার থেকে ১০০% এগিয়ে থাকবেন  ইনশাআল্লাহ।

  • See some example of english grammar parts of speech in bangla.

a)Adjective* b)Noun 

 c) Adverb  d)Verb

Note: The হল Determiner. Determiner এর পর  একটি  word থাকলে তা  Noun হবে।

a)Noun* b) Adjective

3)Verb 4)Adverb

Note:Preposition এর পরে Noun বসে কিন্তু পাশাপাশি ২ টা  Noun বসলে প্রথম টা Adjective ‍ হয়। 

a) Noun b) Pronoun

c)Verb d) Adverb*

Note: Live মানে বাস করা। এটি একটি verb. আর Verb এর পরে adverb বসে।Alone (live) verb কে modify করছে।

a) Verb b) Adverb *

c)Noun d) Adjective

Note: helping verb (has) এবং Main verb(finished) এর মাঝে Adverb বসে।Help verb+adverb+main verb

a)Pronoun b) preposition*

c)Adverb d)Verb

Note: Our হল Determiner. Determiner (our)+Noun(head) এর আগে Preposition বসে।

a)Adverb* b)Adjective

c)Noun d)Preposition

Note: Down একটি Preposition. Preposition যদি শব্দের শেষে বসে এবং তারপরে আর কোন শব্দ না থাকে তবে preposition টি Adverb হয়।

a)Pronoun b)Prepostion

c)Conjunction* d)Adverb

Note:পাচ বছর হয়ে গেছে–তার সাথে আমার দেখা করা।এই ২ টা বাক্যের মাঝে ‍ since বসে বাক্য ২ টাকে এক করেছে।মাঝখানে and,but,or,since,before,after,for এগুলো বসে ২ বাক্যকে এক করলে তা Conjunction হবে।

a)preposition* b)conjunction

c)adjective d)Adverb

Note: the হল Determiner. Determiner (the)+Noun(brave) এর আগে Preposition বসে।

9. I saw him before. here ‘before’ is-

a)noun b)verb

c)adverb* d)adjective

Note: before একটি Preposition. Preposition যদি শব্দের শেষে বসে এবং তারপরে আর কোন শব্দ না থাকে তবে preposition টি Adverb হয়।

a) noun b)adjective*

c)adverb d)Prepostion

Note: man মানে মানুষ। man is a noun. Noun এর আগে সাধারণত adjective বসে। এখানে disagreeable শব্দটি noun এর আগে বসে noun কে modify করছে তাই  (disagreeable)হল Adjective.

a)believe  b)water *

c)advice  d)maker

Note: I water the Plants. এখানে water হল verb. আর Give me a glass of water. এখানে water হলো noun.

a)Noun  b)Adjective *

c)adverb  d)Conjunction 

Note:পাশাপাশি ২ টি noun থাকলে প্রথম টা adjective হয়।

a)Noun  b)Adjective 

c)adverb  d)verb *

Note: অর্থ- তোমার নিজের মাথায় তেল দাও।(নিজ চরকায় তেল দাও).Oil=তেল দাও।এটি হলো imperative sentence এর verb.

a)Noun  b)Adjective 

c)adverb * d)Conjunction

Note:Noun বা pronoun এর object হিসেবে সাধারণত adverb বসে।এখানে wrong(adverb) টি led (verb) কে modify করছে।

 a)noun  b)verb

 c)adverb d) adjective*

Note: no একটি adjective.’ joke’ noun কে modify করছে ‘no’ noun টি।

a)noun* b)verb

c)adverb d) adjective

Note:মনে রাখুন determiner+adjective+noun.

a)noun*  b)verb

c)adverb d) adjective

Note:মনে রাখুন determiner+adjective+noun.

a)noun  b)verb

c)adverb* d) adjective

Note: near একটি preposition. আর preposition শেষে বসলে adverb হয়।

a)noun  b)verb

c)adverb d) preposition*

Note:সে(he) বসেছিল(sat) পাশে(beside) আমার (me) ।এখানে beside 2 টি শব্দকে যুক্ত করেছে তাই এটি preposition.

a)noun*  b)verb

 c)adverb d) adjective

Note:from and above ২ টি preposition কিন্তু above মানে স্বর্গ বোঝাচ্ছে তাই এটি noun.

a) Adjective B)Adverb★

c) Preposition d) Pronoun

N.B: এখানে ‘off’ শব্দটি একটি Adverb । কেননা, এখানে ‘off’ শব্দটি ‘come’ শব্দটির পরে বসে Phrasal verb গঠন করেছে। আমরা জানি, একটি Verb-এর পর preposition যুক্ত হয়ে Phrasal verb গঠন করার সময় উক্ত preposition- fo Adverbial phrase Adverbial participle f ব্যবহৃত হয়।

a) Pronoun b)Adverb

c)Preposition* d) Conjunction

N.B. det + noun এর পূর্বে prepostion

23. ‘King’ শব্দটির Abstract form হবে –

a) Kingship b) King

c) Kinghood d)উপরের কোনোটিই নয়

ব্যাখ্যা-‘Kingship’ একটি Abstract noun; ‘Kingship’ অর্থ ‘রাজত্ব

Click here to see more parts of speech on another website.

Click here to see more parts of speech on another page.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *