If এবং Whether এর ব্যবহার।

Categories:

★ If =যদি

★যে প্রশ্নের উত্তর (হ্যাঁ বা না) এককথায় দেয়া যায় না সেক্ষেত্র if বসে।
যেমন- If you come, I will go (যদি তুমি আসো,আমি যাবো।

★ Whether =কিনা

★যে প্রশ্নের উত্তর (হ্যাঁ বা না) এককথায় দেয়া যায় সেক্ষেত্র whether বসে।
যেমন- Rahim asked him whether he was sleeping. (রহিম তাকে জিজ্ঞেস করলো সে ঘুমিয়েছিল কিনা)

★Either এবং Neither এর ব্যবহার –

★Either (ইতিবাচক অর্থে)
দুইয়ের মধ্যে ‘হয় এটি, নাহয় ওটি’এরকম বোঝাতে Either…. or বসে।
যেমন- Either of the two girls is good(★★★★★★★)

★Neither (নেতিবাচক অর্থে)

এটি ও না, ওটি ও না (কোনোটাই না অর্থে )
যেমন- Liton plays  neither cricket  nor football. (লিটন ফুটবল ও ক্রিকেট কোনোটাই খেলে না)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *