Number মানে হলো সংখ্যার ধারণা। কোনো ব্যক্তি,বস্তু বা প্রাণীর সংখ্যাকে Number বা বচন বলা হয়।এককথায় কোন কিছুর গণনাকে বলা হয় Number
Number দুই প্রকার-
1. number বচন (একবচন)
2. Plural number বচন (বহুবচন)
- Singular Number :
যে Word দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর একটি সংখ্যা প্রকাশ করে তাকে Singular Number বলে। অর্থাৎ, Singular Number দ্বারা একটি ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়।
যেমন: I, It, me, him, pen, book, table etc.
- Plural Number:
যে Word দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর একাধিক সংখ্যা প্রকাশ করে তাকে Plural Number বলে। অর্থাৎ, Plural Number দিয়ে দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকে।
যেমন: We, they, us, them, pens, masters, teachers etc
Singular number থেকে plural number এ পরিবর্তন করার নিয়ম:
1. এমন কতগুলো noun আছে যাদের মধ্যকার vowel পরিবর্তন করে singular থেকে
plural করা হয়। এগুলো হলো :
foot (পায়ের পাতা) – feet
goose (রাজহংসী) – geese
louse (উকুন) – lice
man (মানুষ)- men
mouse (ইঁদুর) – mice
tooth (দাঁত) – teeth
woman (মহিলা)- women
★What is the plural form of the ‘ovum’?
a) louses b) lice *
c) lices d) lices
2. কিছু Noun দেখতে Singular হলেও আসলে তা plural. যেমন :
mankind, people, aristocracy, nobility, gentry,cattle, poultry, peasantry, majority, tenantry, public, government, police, vermin etc.
★Which one of the following is a plural noun?
a) Mathematics b) Crises*
c)Economics d) News
3. Noun পড়তে গিয়ে আপনারা জেনেছন যে কিছু uncountable noun সর্বদাই singular হয়। যেমন : Furniture, scenery, knowledge, money, information, traffic, machinery, advice, baggage, bread, poetry etc.
★What is a singular noun?
a) money* b) men
c) feet d) mices
4. কিছু noun রয়েছে যাদের singular এবং plural form একই থাকে। যেমন : aircraft, apparatus, canon, stone , sheep, gross , species, innings, swine, salmon , pice, Fish, troop, pair etc.
★ The plural form of ‘sheep’?
a) sheeps b) ship
c) sheep* d) ships
★ Identify the word that can be used as both singular and plural.
a) wood b) issue
c) fish * d) light
5. কোন singular Noun এর শেষে f/fe থাকলে plural করার সময় f/fe এর পরিবর্তে ves হয়। যেমন:
★ Half – Halves
★ Theif- Theives
★ Self – Selves
★ The plural form of ‘thief’ is-
a) thiefs b) thieves*
c) thiefes d) thiefee
6. বিদেশি singular number কে plural করার সময় um এর পরিবর্তে a বসে। যেমন:
★ Agendum – Agenda
★ Medium – Media
★ Memorandum – Memonranda
★ ‘Data’ is a plural form of-
a) Datum* b) Datu
c) Dates d) Dative
7. Singular Number এর শেষে us থাকলে plural করার সময় us পরিবর্তে i বসে। অথবা us এর সাথে i যোগ হয়। যেমন:
★ Focus – foci/ focuses
★Syllabus – syllabi/syllabuses
★Genius – genii/ geniuses
★ The plural form of ‘Radius’?
a) Radii* b) Radie
c) Radiuses d) Radum
8. Singular Number এর শেষে is থাকলে plural করার সময় is এর পরিবর্তে es বসে। যেমন:
★Basis – Bases
★ Crisis – Crises
★Analysis – Analyses
★ what is the plural form of ‘Oasis’?
a) Oasises b) Oases*
c) Oaseses d) Oasis
9. Singular number এর শেষে U থাকলে plural করার সময় U এর পরিবর্তে X/S যোগ করতে হবে। যেমন :
★ Bureau – Bureaux/Bureaus
★ Adieu – Adiex/Adieus
★ Plateaux/ Plateaus
★ What is the plural form of ‘Milieu’?
a) Milieus b) Milieux
c) Milieuse d) Milieuxes
10. Singular Number এর শেষে on থাকলে plural করার সময় on এর পরিবর্তে a বসে। যেমন:
★Phenomenon – Phenomena
★ Criterion – Criteria
★ What is the plural form of criterion’ ?
a) criterions b) criteriones
c) Criteria * d) criterionses
★ The plural form of ‘phenomenon’ of-
a) phenomenons b) phenomena *
c) phenomenonas d) phenomenonos
11. Singular Number এর শেষে a থাকলে plural করার সময় a এর পরিবর্তে s/e বসে। যেমন:
★Dogma – Dogmas/Dogmata
★Alumna – Alumnae
★Stigma – Stigmas/ Stigmata
★ What is the plural form of ‘Formula’?
a) Formul b) Formules
c) Formulae* d) Formulases
To know number বচন on another website. click here
to know more number বচন in this website. click here