Parts of speech in bangla – | 3 সহজ নিয়ম|সরকারি চাকরির জন্য ১০০% কার্যকরী

english grammar parts of speech in bangla

see some examples of parts of speech in bangla.

a)Adjective* b)noun

 c)verb d)adverb

 Note: বাক্যে tired বলতে (ক্লান্ত, অবসন্ন) adjective কে বোঝানো হয়েছে । 

a)Adjective b)noun

c)verb d)adverb*

Note: Wise মানে জ্ঞানী । এটি একটি adjective. আর adjective কে modify করছে enough (adverb). তাই enough হলো adverb. 

a)Adjective b)noun* 

c)verb d)adverb 

Note: A একটি article বা determiner. পূর্বেই উল্লেখ করা আছে যে determine এর পর একটি মাত্র word থাকলে তা noun হবে । একটি মাত্র word বলছি কারন তারপরে যেটা আছে সেটা noun,pronoun, verb,adverb,adjective কোনোটাই না ।সেটা একটি চিহ্নিত preposition.

a)Adjective b)noun 

c)verb* d)adverb 

Note:Fast মানে রোজা রাখা । এ অর্থে এটি একটি verb. 

a)Adjective* b)noun

 c)verb d)adverb 

Note:Article বা determiner এর পর ২ টি word থাকলে প্রথমটি adjective এবং পরেরটি noun হয়।

a)Adjective* b)noun 

c)verb d)adverb

 Note:Article বা determiner এর পর ২ টি word থাকলে প্রথমটি adjective এবং পরেরটি noun হয়। 

 a)Proper Noun b)collective noun*

 c)common noun d)None of the above 

Note:Jury মানে বিচারকমন্ডলী ।অর্থাৎ সমগ্র বিচারকের সমষ্ঠি কে বোঝানো হচ্ছে । সমষ্ঠি গত অর্থে এটা Collective noun.

a)Adjective b)adverb*

 c)noun d) conjunction

 Note:preposition শেষে বসলে তা adverb হয়ে যায়। 

a)Adjective b)adverb 

c)noun d) conjunction * 

Note:ভাবো – কাজ করো ।(ভাবিয়া করিও কাজ)।কাজ করার ‘আগে ‘ ভাব।before শব্দের অর্থ ‘আগে ‘. মাঝখানে কোন শব্দ যদি ২ পাশের বাক্যকে সংযুক্ত করে তবে তাকে Conjunction বলে ।

 a)Headmaster b)holiday 

c)Friday d)examination 

Note: 2 টি noun একসাথে যুক্ত হলে তাকে compound noun বলে ।Head এবং MasterMaster ২ টি আলাদা noun.

  • see more examples of eight parts of speech.

a) to work with me b)work with me

c)works with me d) working with me*

Note: avoid+ verb এরসাথে ing হয়।

a) are getting accustomed to use

b) are becoming accustomed to use

c) are getting accustomed to using*

d) are getting used to use

Note: gradually মানে ক্রমান্বয়ে । যা continuously tense কে নির্দেশ করছে।তাছাড়া be accustomed to+verb এরসাথে ing হয়।

a) was posted b) has posted

c) had posted* d) was being posted

Note: অতীতের ২ টি কাজের মধ্যে ‍সময়ের ব্যাবধান থাকলে প্রথম কাজ past perfect tense এবং পরের কাজ past indefinite tense হয়।

a) lock b) locked

c) having locked* d) having

Note: meaning দরজা লক করে সে বেরিয়ে গেল। আগে সে দরজা লক করেছে তারপর বেরিয়ে গেছে। এরকম হলে perfect perticiple(having+v3) করে simple sentence বানাতে হয়।

a) are used to walk b) used to walk

c) are used to walking d) walks

Note: be used to + verb+ing

a) left b) leaving*

c) had left d) leave

Note: Go away মানে চলে যাওয়া।  go away + verb+ing হয়। এখানে go away এর past form হলো went away.

a) were passed b) passed

c) have passed* d) had passed

Note: সময় নির্দেশক ‍since এর পরের অংশ past indefinite হলে পুর্বের অংশ present perfect হয়।

a) did* b) had done

c) was doing d)am doing

Note: I wish থাকলে তারপরের verb টি past form হয়।

a)could b) missed*

c)was missed d) could missed

Note: unless এর উভয় পাশ সবসময় একই tense হয়। past indefinite(tried)-past indefinite(missed)

a)to visit b)visiting*

c) visit d) visited

Note: remember+verb+ing হয়। আবার পাশাপাশি ২ টা verb থাকলে পরের টার সাথে ing হয়।

to view more results of parts of speech in bangla on another page. Click here.

to view more results of parts of speech in bangla on this website. Click here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *