Parts of speech in bangla |-4 সহজ নিয়ম। চাকরির জন্য ১০০% কার্যকরী

english grammar parts of speech in bangla

see some examples of part of speeches in bangla.

1. The journey was pleasant.  Here ‘pleasant ‘is-

a)Adjective* b)adverb

c)noun d) conjunction 

Note: be verb এর পর কোন Word থাকলে সাধারণত Adjective হয়।

2. Lovely comes here regularly. ‘Lovely’ is-

a)Adjective b)adverb

c)noun* d) conjunction 

Note:অর্থ – লাভলি এখানে নিয়মিত আসে।লাভলি বলতে এখানে নাম বোঝাচ্ছে তাই lovely noun 

3. Man cannot live alone. The word ‘alone’ is used here as-

a)Adjective b)adverb*

c)noun d) conjunction

Note:সাধারণত verb এর পরে একটি word থাকলে তা Adverb হয়। Alone word টি live verb কে modify করছে তাই এটি Adverb.

4. The first half of the game belonged to us, The second half to–

a)Them* b)They

c)Their d)Those

Note:Be verb ছাড়া প্রায় সবকিছুর পরেই Objective Form বসে।

5. — Among you are from class XII?

a)Which b)Who*

c)Whom d)Whose 

Note:অর্থ তোমাদের মধ্যে দ্বাদশ শ্রেণি থেকে কারা আছো? ব্যাক্তি বোঝাতে Who বসে।

6. He became a politician. Here ‘Became’ is–

a)linking verb*  b)Transitive verb

c)Intransitive verb d)Action verb

Note: তিনি হলেন রাজনীতিবিদ। এখানে তিনি ও যেটা রাজনীতিবিদ ও সেটা।এরকম sentence কে বলে Completement.became verb এর পরে Complement বসেছে। আর যে verb এর Complement থাকে তাকে linking verb বলে।

7. The flight arrived late. Here ‘late’ is–

a)Adjective b)adverb*

c)noun d) conjunction

Note: Note:সাধারণত verb এর পরে একটি word থাকলে  তা Adverb হয়। late  word টি arrived  verb কে modify করছে তাই এটি Adverb.

8. The doctor is a friend of mine. ‘Mine’ is —

a) noun  b)pronoun*

c)Verb  d)Adjective

Note:preposition এর পরে Noun/Pronoun বসে। My এর Possesive form হলো  mine.

9. I Know nothing regarding this matter. Here ‘Regarding’ is a–

a) Gerund  b) preposition *

c)Apposition  d)Conjunction 

Note: Regarding বাক্যের মাঝখানে বসে ২ টি বাক্যকে এক করেছে।আবার Determiner+noun এর পূর্বে ও Preposition বসে।

10. He is a liar do you trust  —

a) his b)him*

c)her d)he

Note:Be verb ছাড়া প্রায় সব verb এর পরেই Objective Form বসে।

  • to see more examples of best part of speech. read all topics

11. Honesty is the best policy. Here which is an abstract noun?

a)Honesty*  b) best  

c)Policy  d)the

Note:Honesty means সততা। কোন কিছু ধরা ছোয়ার বাইরে-দোষ,গুন,বৈশিষ্ট্য ইত্যাদি বোঝালে Abstract noun হয়।

12. You Will not achieve your aim in life ‘unless’ you work hard.Here unless is-

a)Adverb  b)conjunction *

c)preposition  d)adjective 

Note:তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না ‘যদি না’তুমি কঠোর পরিশ্রম করো।Unless 2 টি subordinate clause কে সংযুক্ত করেছে তাই এটা Conjunction. 

13. Drive the nail into the table. Here ‘nail’ is a-

a)collective noun  b)common noun

c) proper noun  d)material noun*

Note: Nail means পেরেক। লোহা থেকে পেরেক তৈরি বলে এটি Material noun.

14. Thank you very much. Here ‘Very ‘ is-

a)Noun  b)verb

c)adverb* d)adjective

Note: thank(ধন্যবাদ)you(তোমাকে)very (অনেক)much(বেশি).বেশি বলতে পরিমান বোঝায়।পরিমান বোঝালে সেটা Adjective হয়।এখানে adjective (much) কে modify করছে( very) adverb.

15. The mother sat vigilantly beside the sick baby. Here ‘vigilantly ‘is–

a)noun  b)pronoun 

c)verb  d)adverb*

Note :সাধারণত verb এর পরে adverb বসে।sat হলো verb.আর এই verb কে modify করছে adverb ‘vigilantly’.

16. He is very generous. Here generous is–

a)Adjective * b) noun

c)verb  d)adverb

Note:শব্দের শেষে ous থাকলে  সাধারণত adjective  হয়।আবার subject+linking verb+adjective complement হয়।

17. She was all alone when her father died.  Here ‘All’ is–

a)Adjective  b) noun

c)verb  d)adverb*

Note: All এর জায়গায় মনে মনে very বসিয়ে দেখুন তাহলে বুঝবেন এটা adverb.আবার was একটি helping verb এবং main verb(alone) এর মাঝে Adverb বসে।

18. I went way after I had finished the work. Here ‘after’is–

a)Adjective  b) noun

c)verb  d) conjunction *

Note: এখানে After 2 টি বাক্যকে সংযুক্ত করেছে তাই এটি conjunction. 

19. Education is enlightening. Here ‘enlightening ‘ is–

a)A gerund b) a participle* 

c)  an infinitive d)a finite verb

Note: Verb + ing যদি verb ও Adjective এর মত কাজ করে তবে তাকে participle বলে।

20. The child cried for __mother. 

a)his  b)him

c)it’s*  d)Their 

Note: পশু পাখির ক্ষেত্রে যেমন pronoun হিসেবে it’s ব্যবহার হয় তেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে ও it’s বসে।

  • to view more part of speeches in bangla on another page. Click here
  • to view more part of speeches in bangla on another website. Click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *