Pronoun in bangla|সবচেয়ে সহজ নিয়ম | চাকুরির পরিক্ষার জন্য ১০০% উপকারী

pronoun

Bangla Pronoun:

Noun বা নামের পরিবর্তে যে word ব্যবহৃত হয় তাকে pronoun বলে।pronoun in bangla
যেমন: রহিম ভাত খাই।রহিমের বাড়ি রাজশাহী।রহিম ফুটবল খেলতে ভালোবাসে।
দেখুন বার বার রহিম না বলে যদি বলি – *রহিম ভাত খাই।(Rahim eats rice)।
তার বাড়ি রাজশাহী।(he lives in Rajshahi)।
*সে ফুটবল খেলতে ভালোবাসে। (He likes to play football)
উপরোক্ত বাক্যগুলোতে আমরা একবার রহিম বলার পরের বাক্যে রহিমের পরিবর্তে He বসিয়েছি তাতে বাক্যের সৌন্দর্য বেড়েছে।
এই he হলো pronoun.

এখন আমরা দেখবো pronoun কত প্রকার ও কি কি।
Pronoun ৮ প্রকার:
১) Personal pronoun
২)Reflexive pronoun & Emphatic pronoun
৩)Demonstrative pronoun
৪)Indefinite pronoun
৫)Interrogative pronoun
৬)Relative pronoun
৭)Distributive pronoun
৮) Reciprocal pronoun

আসুন এবার personal pronoun জানি।


Personal pronoun:


Person মানে ব্যক্তি। তাই প্রথমে আমাদের উচিত কিছু ব্যক্তি কে চেনা।এই person বা ব্যক্তি ৩ প্রকার।


a) 1st personal(প্রথম ব্যক্তি):


I-me-my-mine (এগুলো singular)/ We,us,our,ours ( এগুলো plural)

b)2nd person (২য় ব্যক্তি):


You-you-yours-yours
(এগুলো singular,plural উভয়ই )

c) 3rd person (৩য় ব্যক্তি):


he-him-his-his (singular)
she-her-her-hers (singular)
they-them-their-theirs (plural)
it-it-its (singular)

এবার personal pronoun কে সাজানোর নিয়ম দেখি।
*সাধারণ বাক্যে person সাজানোর নিয়ম হলো ২৩১।অর্থাৎ ২য় person তারপর ৩য় person তারপর ১ম person.*

*আর দোষ বা অপরাধ স্বীকার করা বাক্যে person বসে ১২৩ অনুযায়ী ।১ম,২য় তারপর ৩য় person বসে।*

Personal pronoun এর উদাহরণ দেখুনঃ


1) Choose the correct sentence.

a) I, you and he are present.
b)You, he and I are present. *
c)You, he and I am present.
d)He, you and i are present.

Note: এগুলো দোষ স্বীকার মূলক বাক্য না। তাই এগুলো সাজানোর নিয়ম হলো ২৩১.
দেখুন you(2). He(3). I(1).
আরেকটি বিষয় হলো And দ্বারা ভিন্ন ভিন্ন শব্দ যুক্ত থাকলে verb হয় plural. He এবং I ২ টা আলাদা noun. তাই ans c না হয়ে b হবে।

  • pronoun in bangla

2. Choose the correct sentence.

a)You, he and I am guilty
b)You, he and I are guilty
c)I, you and he are guilty *
d) He, you and I are guilty.

Note: guilty= দোষী।এই বাক্যে অপরাধ স্বীকার করা হয়েছে।তাই ১২৩ হবে।
১=I, 2=you, 3=he.
C নাম্বারের উত্তর হলো আমি,তুমি এবং সে দোষী। আর And দ্বারা ভিন্ন ভিন্ন শব্দ যুক্ত থাকলে verb হয় plural

3. Which is right?

a) He and myself went out.
b) Myself and he went out.
c) I and he went out.
d) He and I went out.*

Note: went out= চলে যাওয়া। ২৩১ এর নিয়ম কিন্তু এখানে ২(you) নায় তাই শুধু ৩ ও ১ হবে। and এর ২ পাশে একই form বসে তাই myself ভুল। আর reflexive pronoun কখনো সামনে বসে না।ৎ

Note: শুধুমাত্র be verb (am,is,are,was,were, ইত্যাদি)এর পর pronoun এর subjective form বসে তাছাড়া সকল verb/preposition এরপর pronoun এর objective form বসে
Objective form যেমন i এর obj me. He এর obj him She এর obj her. Objective form বুজতে উপরে person গুলো দেখে আসুন।

4. Nur showed – the Cinema.

a) I b) her
c) My d) me*

Note: showed একটি strong verb.এটি be verb না। তাই showed এর পর objective form হবে me

5. Which is the correct sentence?

a) Let he and I go.
b) Let I and he go.
c) Let me and he go.
d) Let him and me go.*

Note: let এরপর pronoun এর objective form হবে। c নাম্বারে let এরপর me objective form কিন্তু he subjective form. কারন and এর ২ পাশে একই form হয়। তাই উত্তর D

6. Which is correct sentence?

a) Let he and you be witness.
b) Let you and him be witness. *
c) Let you and he be witness.
d) Let him and you be witness.

Note: দেখুন b ও d নাম্বারে let verb এর পর and এর 2 পাশে obj form আছে। witness মানে সাক্ষী। অপরাধ স্বীকার মূলক বাক্য এটি। তাই ১২৩ হবে। ১ যেহেতু নায় তাই ১ বাদে শুধু ২৩ হবে। ans b

7. Between_, this is the greatest book I’ve ever read.


a) you and I b) I and You.
c) you and me* d) me and you.

Note: preposition এর পর pronoun এর objective form হবে। c ও d নাম্বারে and এর ২ পাশে obj form আছে। এটা সাধারণ বাক্য তাই ২৩১ হবে। মাঝখানের ৩ যেহেতু বাক্যে নায় তাই ২১ হবে। ans c

8.I wish I were__.

a) him b)his
c) he* d)himself

Note: were হলো be verb. be verb এরপর pronoun এর subjective form বসে।

Reflexive pronoun:

pronoun এর সাথে self যুক্ত অংশকে Reflexive pronoun বলে।

9. Which one is a reflexive pronoun?


a) they b) himself*
c) who d) me

Note: he এর objective form হলো him. এখানে him এর সাথে self যুক্ত করে reflexive pronoun হয়েছে।

10. I Cut myself. Here “myself” is__


a)pronoun b) adjective
c) adverb d)reflexive pronoun*

Note: i(Subjective form)- me (objective form)- my(possessive form). My হলো pronoun এর possessive form. My এর সাথে self যুক্ত করার কারনে এটি reflexive pronoun.

11. A snake can eat and digest animals much larger than _.


a)it b) itself*
c) its d)it has


Note: একটি সাপ তার নিজের চাইতে বড় প্রানীকে খেয়ে হজম করতে পারে। itself=নিজের। বাক্যের subject
(a snake)এবং object(itself) একই হলে object এ reflexive pronoun বসে।

  • pronoun in bangla

12. Choose the correct sentence.


a) I shall avail this opportunity.
b) I shall avail myself of this opportunity. *
c) I will avail this opportunity.
d) I would avail this opportunity.

Note: বাক্যেenjoy,avail,pride,exert থাকলে এর পর reflexive pronoun হয়।

Demonstrative pronoun:

pronoun: বাক্য this,these,that,those,it,so,such,the same বসে বর্তমান,অতীত বা ভবিষ্যতের কোন noun কে নির্দেশ করলে তাকে demonstrative pronoun বলে।
Example :


13) this is my pen. Here ‘this’ is-


a)personal pronoun
b)possessive pronoun
c) Demonstrative pronoun*
d) noun

Note: **তুলনা করার ক্ষেত্রে contable noun Subject হলে those of বসে আর ununcountable noun subject হলে that of বসে। কারন contable noun plural করা যায়(those plural). Uncountable noun সবসময় singular (that singular).

এ সম্পর্কে বিস্তারিত জানতে countable and uncountable দেখে আসুন। এখানে (👉ক্লিক করুন)

14. Your advice is ‘no different from the ‘ other friends.


a) not different from
b) no different from that of the*
c) not different from the
d) not different to

Note: your advice = তোমার উপদেশ, যা বাক্যের subject. উপদেশ গোনা যায় না তাই এটি uncountable noun. Uncountable noun সবসময় singular. সেজন্য advice থেকে advices হয়নি।
Ans: b)that of ও singular.

  • pronoun in bangla

15. The roads of Chittagong are wider __


a) than that of Dhaka
b)than those of dhaka*
c) then those of Dhaka
d) than Dhaka

Note: the roads হলো countable noun. যা বাক্যের subject. Countable noun plural হয় তাই road থেকে roads হয়েছে।আর তুলনা করলে than বসে।
those of plural।
b)ans: than those of Dhaka

pronoun in bangla

to know more nouns on another page. Click here

to view the next page. Click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *