Simple complex compound Bangla- বাংলা ব্যাকরণ অনুযায়ী ‘বাক্য’ অথবা ইংরেজি ব্যাকরণ অনুযায়ী ‘sentence’ তিন প্রকার।
১। Simple sentence (সরল বাক্য)
২। Complex sentence (জটিল বাক্য)
৩। Compound sentence (যৌগিক বাক্য)
★ Simple sentence হলো সরল বা সাধারণভাবে বলা কথা। যেমন- seeing the police, the theif ran way. ( পুলিশ দেখে চোর পালিয়ে গেল)
★ Complex sentence হলো জটিল বাক্য। যেখানে একটি স্বাধীন বাক্য ও একটি নির্ভরশীল বাক্য থাকে। যেমন- When the thief saw the police, he ran way. (যখন চোরটি পুলিশ দেখেছিল তখন সে পালিয়ে গিয়েছিল)।
অর্থাৎ পুলিশ দেখার ওপর চোরের পালিয়ে যাওয়া নির্ভরশীল।
* Complex sentence এ – যে-সে, যা-তা, যখন -তখন ইত্যাদি শব্দ থাকে।
★ Compound sentence এ ২ টি সতন্ত্র বা স্বাধীন বাক্য থাকে।
যেমন- The theif saw the police and ran way. (চোরটি পুলিশ দেখেছিল এবং পালিয়ে গিয়েছিল)
অর্থাৎ,
চোরটি আগে পুলিশ দেখেছিল- স্বাধীন বাক্য।
এবং পালিয়ে গিয়েছিল – স্বাধীন বাক্য।
(i) Which one of the following is a simple sentence?
a) He is poor but honest (সে গরিব কিন্তু সৎ)
b) Though he is poor, he is honest. (যদিও সে গরিব, সে সৎ)
c) In spite of his poverty, he is honest. (দারিদ্র্তা সত্তেউ সে সৎ) *
d) He is poor and honest. ( সে গরিব এবং সৎ)
N.B. অপশন a এবং d তে দুটি স্বাধীন বাক্য।
সে গরিব, সে সৎ-(২ টি স্বাধীন বাক্য)
তাই এ দুটি compound.অপশন B তে একটি বাক্য আরেকটির উপর নির্ভরশীল।
যদিও সে গরিব, তবুও সে সৎ-( যদিও,তবুও নির্ভরশীল)
এটি complex sentence.
অপশন C তে সাধারণ বা সরল কথা তাই এটি simple sentence.
(ii) Which one of the following is a complex sentence?
a) He is a good boy. (সে একজন ভালো ছেলে)
b) Give a pen to write with. (লিখার জন্য একটি কলম দাও)
c)Though he is wealthy, he is miser*( যদিও সে ধনী, সে কৃপণ)
d) Do or die. ( কর অথবা মর)
N.B. অপশন a তে সাধারণ বা সরল কথা তাই এটি simple sentence.
অপশন b ও অনুরূপ সরল বাক্য।
অপশন d তে (কর অথবা মরো) ২ টি স্বাধীন বাক্য তাই এটি compound sentence.
অপশন c তে একটি বাক্য আরেকটির ওপর নির্ভরশীল তাই এটি complex sentence.
(iii) Which one of the following is a compound sentence?
a) Work hard and you will succeed. *
b) Work hard for success
c) If you work hard, you will succeed.
d) You need to be hard-working to succeed.
N.B. অপশন b te সরল বাক্য বা simple sentence.
c তে জটিল বাক্য। [কঠোর পরিশ্রম করার ওপর সফলতা নির্ভর করছে]
D ও simple sentence.
a তে যৌগিক বাক্য বা compound sentence. [ দুটি আলাদা বা স্বাধীন বাক্য আছে]
অনেক অনেক নিয়মের ঝামেলা বাদ দিয়ে আসুন এবার অর্থ অনুযায়ী কিছু বাক্য পরিবর্তন করা শিখি।
(i) Though he is poor, he is happy. (Make it simple)
a) Despite his poverty, he is happy. (দরিদ্র হলেও সে সুখি)
b) In spite of his being poor, he is unhappy. (দরিদ্র হওয়া সত্তেউ সে অসুখী)
c) He is poor but happy. (সে গরিব কিন্তু সুখি)
d) In spite of his poorness, he is happy. (দারিদ্রতার মধ্যেও সে সুখি)
N.B. প্রশ্ন: Though he is poor, he is happy – (যদিও সে দরিদ্র, সে সুখি)
অপশন b হলো simple sentence কিন্তু এটার শব্দার্থে বাক্যগত ত্রুটি আছে। ‘সত্তেউ এর ২ পাশে ২ ধরনের অর্থ বাঞ্ছনীয়।
অপশন c হলো compound sentence. কারন
২ টি স্বাধীন বাক্য আছে
অপশন D তে বাক্যগত ভুল আছে।
অপশন A হলো simple বাক্য। complex থেকে simple করার সময় Though/Although এর পরিবর্তে Despite / In spite of হয়।
(দরিদ্র হলেও সে সুখি- এটি অখণ্ড সাধারণ একটি বাক্য)
(ii) Move and die. (Make it simple)
a) If you move, you will die. (যদি তুমি নড়ো, তুমি মারা যাবে)
b) By moving, you will die. (নড়লে তুমি মারা যাবে)
c) Without moving you will die. (সরে যাওয়া/না নড়লে তুমি মারা যাবে)
d) If you do not move, you will die. ( যদি তুমি সরে না যাও, তুমি মারা যাবে)
N.B. অপশন a এবং d তে নড়ার সাথে মরা সম্পর্কযুক্ত তাই এ দুটি complex sentence.
অপশন c তে without শব্দ দ্বারা ছাড়া /ব্যাতিত বোঝাচ্ছে তাই এটিও simple না।
অপশন b তে মাঝে কোন conjunction নাই এবং বাক্যটি পুরোটাই স্বাধীন তাই এটি simple sentence.
* নিম্নে কয়েকটি উদাহরণ দেয়া হলো। বুঝে করুন-
★ Health is wealth.স্বাস্থই সম্পদ (make it simple)-
a) Health and wealth are the same.
b) It is health that is wealth.
c) Health is wealthy.
d) Health is a good wealth.
★ I know you. (Make it complex)
a) I know what you are.
b) I know who you are.
c) I know who are you.
d) I know what are you.
N.B. logic- মাঝখানে wh question + subject + verb হয়।।
★ Though he tried hard, he failed. (Make it compound)
a) He tried and failed.
b) In spite of his trying hard, he failed.
c) He tried hard but failed.
d) But for his trying hard, he failed.
Learn more (Simple complex compound Bangla). Click here
to learn more (Simple complex compound Bangla) on another website. click here