ইংরেজি শেখার সহজ উপায়

eng-learning.com
Categories:

ইংরেজি শেখার উপায় জানতে চান? প্রথম কথা হলো কেউ কাউকে শেখাতে পারবে না যদি না আপনার আগ্রহ থাকে।

তাই আগ্রহের জন্য প্রয়োজন ইংরেজিকে ভালোবাসা।তাই ভালোবাসতে হলে ইংরেজির পেছনে ঘুরতে হবে একা একা। তাকে নিয়ে ভাবতে হবে অনেক বেশি। একটি উদাহরণ দেখুন।

I have a few friends. (আমার অল্প কয়েকজন বন্ধু আছে)

কারন a few মানে অল্প কিছু। তাহলে নিশ্চয়ই একজন না। অল্প কয়েকজন। আর একের অধিক হলেই Noun এর সাথে s/es যুক্ত হয়।

এটা গ্রামার এর নিয়ম হলো a few+ countable noun +s/es.

তাই গ্রামার না মুখস্থ করে ভাবতে শিখুন।
আমিও একসময় এরকম ভাবতাম যে কিভাবে শূন্য থেকে শিখবো।

অনেক ওয়ার্ডমিনিং মুখস্থ করা শুরু করলাম কিন্তু কিছুদিন পরে দেখি কিছুই মনে নাই।
তারপর গ্রামার রুলস শেখা শুরু করলাম কিন্তু তাতেও ভালো ফল হলো না। কারন গ্রামার বুঝতে গেলে অনেক সময় শব্দের অর্থ করা লাগে যা আমি পারি না। অবশেষে যা করলাম-

১) tense পড়লাম

২) প্যাসেজ বাংলা থেকে ইংরেজি ও ইংরেজি থেকে বাংলা অনুবাদ রিডিং পড়া শুরু করলাম।

৩) প্যাসেজ পড়ার সময় tense মিল করতাম আর শব্দের অর্থ বোঝার চেষ্টা করতাম।

৪) মাঝে মাঝে ইংরেজি বাক্য বানিয়ে লিখার চেষ্টা করতাম। একা একা ইংরেজি বলতাম।


৫)অতপর গ্রামারের রুলস পড়তে গিয়ে দেখি সহজেই বুঝতে পারছি।

ইংরেজি শেখার উপায়-

এছাড়া অতিরিক্ত কিছু সৃজনশীলতা আপনার থাকতে হবে। যেমন-

★ কাছের কোন বন্ধুর সাথে খোলামেলাভাবে ভুলভাল ইংরেজি যা মাথায় আসে তা-ই বলুন। এতে আপনার speaking করার জড়তা কেটে যাবে।

★ পারলে মাঝে মাঝে ইংরেজি মুভি দেখুন।

* মনে মনে বাক্য তৈরি করে তা খাতায় লিখার চেষ্টা করুন।

*বুঝুন বা না বুঝুন ইংরেজি সংবাদপত্র পড়ার চেষ্টা করুন।

*ম্যাথ এর মত রুলস নিয়ে খেলা করুন।

another website- click here

visit here to see how to learn english- eng-learning.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *