All types of verbs
যে শব্দ দ্বারা ব্যক্তি বা বস্তুর কোন কাজ হওয়া বা করা বোঝায় তাকে verb বলে। bangla verb.
মূল verb 2 প্রকার-১) finite verb 2) non finite verb
Verb এর অনেক শাখা প্রশাখা আছে কিন্তু চাকরির পরিক্ষার জন্য আমাদের যেগুলো দরকার এখন শুধু সেগুলো আলোচনা করবো।
Principle verb:
principle মানে প্রধান।তাই যে verb অন্য কারো সাহায্য ছাড়া নিজেই অর্থ সম্পূর্ণ করতে তাকে principle verb বলা হয়।
যেমন- we swim in the pond. (আমরা পুকুরে সাতার কাটি)।
*বাক্যে একটিমাত্র verb থাকলে সেটা principle verb হয়।
*যে verb এর সাথে s/es যুক্ত থাকে সেটা principle verb.
*Auxiliary verb এর পরের verb টি principle verb.
see some example of all types of verbs-
1) I did the work. Here ‘did’ is a/an-
a) Auxiliary verb b) weak verb
c) Strong verb d) principle verb*
N.B: এখানো did ছাড়া আর কোন verb নাই তাই এটা principle verb.
2) Nothing lasts forever. here ‘lasts’ is-
a) Auxiliary verb b) weak verb
c) Strong verb d) principle verb*
N.B: যে verb এর সাথে s/es থাকে সেটা principle verb. last-lasts
3. We should obey the laws. Here the verb ‘obey ‘ is-
a) principle* b)finite
c) non-finite d) auxiliary
N.B: Should হলো Auxiliary verb. Auxiliary verb এরপরে যে verb থাকে সেটা principle verb. Auxiliary verb: যে verb principle verb এর পূর্বে বসে বাক্য গঠনে principle verb কে সাহায্য করে তাকে Auxiliary verb বলে।
4. He was elected chairman. (সে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে) Here ‘elected’ is-
a) Auxiliary verb* b) weak verb
c) Strong verb d) principle verb*
N.B: He elected chairman বললেও বাক্য হয় কিন্তু পরিপূর্ণ অর্থ হয় না। পরিপূর্ণ অর্থ করতে was বসানো হয়েছে।তারপর was সাহায্য করেছে elected কে। আর এই সাহায্যকারী verb হলো Auxiliary verb.
Transitive verb:
বাক্যের অর্থ সম্পূর্ণ করতে যে verb এর object দরকার হয় অথবা যে verb এরপর it বসালে অর্থ মিলে যায় তাকে transitive verb বলে।
5. He writes a letter. Here ‘write’ is-
a) principle verb b) transitive verb*
c) auxiliary verb d)intransitive verb
N.B:অর্থ- সে চিঠি লেখে। he writes মানে সে লেখে।আমরা জানি writes হলো verb.writes এরপরে a letter একটি object বসানো হয়েছে।তা নাহলে অর্থ পূর্নতা পাচ্ছে না। আবার যদি বলি He writes it – সে এটি লেখে। দেখুন it বসালে অর্থ মিলে যাচ্ছে। আর যে verb এরপর it বসানো যায় সেটা transitive verb. -see some example of all types of verbs-
6. Mother loves me. Here ‘loves’ is-
a) principle verb b) transitive verb*
c) auxiliary verb d)intransitive verb
N.B: মা আমাকে ভালোবাসে। আবার Mother loves it- মা এটি ভালোবাসে।
loves এরপর it বসালে অর্থ পূর্নতা পাচ্ছে আবার loves এরপর object me বসালেও অর্থ মিলে যাচ্ছে।
Intransitive verb:
বাক্যের অর্থ সম্পূর্ণ করতে যে verb এর এর কোনো object. দরকার হয় না তাকে intransitive verb বলে। অথবা যে verb এর পর here/there বসানো যায় তাকে intransitive verb বলে।
see some example of all bangla verb-
7) She sleeps. Here the verb ‘sleep’ is-
a) linking verb b) transitive verb
c) auxiliary verb d)intransitive verb*
N.B: অর্থ -সে ঘুমায়।কোন object ছাড়াই বাক্য হয়ে গেছে। আবার she sleeps here/there(সে এখানে/সেখানে ঘুমায়)। here/there বসালেও অর্থ মিলছে।
So, sleep is an intransitive verb.
8) Mother laugh. The verb ‘laugh’ is-
a)principle verb b) transitive verb
c) auxiliary verb d)intransitive verb*
N.B: অর্থ – মা হাসে।বাক্য সমাপ্ত। আবার mother laughs here/there.(মা এখানে হাসছে) so, laugh is an intransitive verb.
Stative verb:
অনুভূতির অবস্থা বা ইন্দ্রিয় চেতনাপ্রধান বিষয়গুলোকে stative verb বলে। Abstract noun ও stative verb এর অন্তর্ভুক্ত। যেমন – love,taste,believe,appear, deserve, See,here, feel, smell etc.(এগুলো সব ধরা ছোয়ার বাইরে)
9. The rose smells sweet. The verb ‘sweet’ is-
a) auxiliary verb b) transitive verb
c) stative verb* d) intransitive verb
N.B: smell- ঘ্রাণ বা গন্ধ। যা abstract noun অথবা ইন্দ্রিয় শক্তি।
Linking verb:
Subject এবং complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে। অথবা মাঝখানে be verb বসানো গেলে সেটা linking verb. *linking verb এবং stative verb অনেক জায়গায় একই। তাই পরিক্ষায় ২ টির যে কোন একটি অপশন থাকবে।
10. Honey tastes sweet. Here ‘ taste ‘ is-
a) linking * b) transitive
c) intransitive d) auxiliary
N.B: taste is linking verb.কারন honey and sweet(মধু এবং মিস্টি একই জিনিস)তাই এটা complement. আবার মাঝে be verb বসিয়ে honey is sweet বললেও হচ্ছে.
Copulative verb:
Intransitive verb এর পরে adjective বসে অর্থ ভিন্ন হয়ে গেলে সেটা copulative verb. come মানে আসা কিন্তু come true মানে সত্যি হওয়া।
11. The dog went mad. Here ‘went mad’ is –
a) transitive verb b) copulative verb*
c) causative verb d) factitive verb
N.B: went mad is copulative verb. went mad-পাগল হয়ে গেছে।
Causative verb:
Subject নিজে কাজ না করে যখন অন্যকে দিয়ে করায় তখন তাকে causative verb বলা হয়। বাংলা ব্যাকরণে যাকে বলা হয় প্রযোজক কর্তা। যেমন- My mother feeds me(আমার মা আমাকে ভাত খাওয়ায়)
* যে verb এর causative form নেই তাদের পূর্বে have,cause,get, make ইত্যাদি বসিয়ে causative verb এর অর্থ প্রকাশ করা হয়। causative verb এর বিস্তারিত আলোচনার জন্য এখানে ক্লিক করুন।
some causative verbs as example – feed, Dip, teach, Fell, Lay, Inform, Show, Remind, Raise, Set ইত্যাদি।
12. I feed You. Here the verb ‘feed’ is-
a) copulative b) causative*
c) transitive d)factitive
N.B: feed is causative verb. কারন আমি তোমাকে খাওয়ায়। কারো মাধ্যমে খাওয়ানো হচ্ছে.
Factitive verb:
অর্থ প্রকাশ করতে যে verb এর অতিরিক্ত word দরকার হয় তাকে factitive verb বলে।elected,selected, chose,nominated, made etc.
13. They elected him captain. Here the verb ‘elected’ is-
a) finite b) causative
c) transitive d)factitive *
N.B: elected is factitive verb.কারন তারা চেয়ারম্যান নির্বাচিত করেছে। চেয়ারম্যান একাই নির্বাচিত হয়নি।
Cognate verb:
যে verb বাক্যে তার সমজাতীয় noun কে object হিসেবে গ্রহণ করে তাকে cognate verb বলে।
see some examples of all bangla verb-
14. I dreamt a wonderful dream. Here ‘dreamt’ is-
a) finite b) causative
c) transitive d) cognate*
N.B: dreamt is cognate verb. কারন dreamt তার সমজাতীয় noun dream কে obj হিসেবে নিয়েছে।
15. He ran a race. Here ‘ran’ is-
a) finite b) cognate*
c) transitive d)factitive
N.B: ran is cognate verb. Ran তার সমজাতীয় noun race কে obj হিসেবে নিয়েছে।
Group verb:
যে verb এর সাথে preposition যুক্ত হয় তাকে group verb বা prepositional verb বা phrasal verb বলে। see some example of bangla verb-
16. She takes after her mother. Here ‘takes after’ is-
a) group verb* b) regular verb
c) linking verb
N.B: take একটি verb এবং preposition after তার সাথে যুক্ত হয়ে গ্রুপ verb হয়েছে।
17. Put out the lamp. ‘Put out ‘ is-
a) finite b) causative
c) transitive d)phrasal verb*
N.B: put একটি verb এবং preposition out তার সাথে যুক্ত হয়ে phrasal verb হয়েছে।
Semi-modal verb:
Need, Dare used to ইত্যাদি modal এবং main verb উভয় রুপেই ব্যবহৃত হয় বলে এদেরকে semi- modal verb বলে।
18. Karim need not think of a job. Here ‘need’ is-
a) transitive b) causative
c) cognate d) Modal *
To see more of all Bangla verb entered the page. Click here
to see all bangla verb on another website click here